ছয় দফা দাবিতে রাজশাহীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

২ সপ্তাহ আগে
নিয়োগ বিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদান, ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দেয়াসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত নগরীর ঢাকা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। 


এ সময় তারা বলেন, ‘আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সব আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড দিতে হবে। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে।

আরও পড়ুন: ছয় দফা দাবিতে ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা তাদের প্রস্তাবিত ছয় দফা দাবি  তুলে ধরে বলেন, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ ও পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী, সব স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে। একইসঙ্গে বেতন স্কেলে উন্নীতকরনের আগে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। এছাড়া পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।
এ সময় কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১লা সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন তারা।
 

বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা শাখার সভাপতি মো. মাসুম আলী জানান, দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। 


প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত সব কর্মসূচি চলমান থাকবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন