মাত্র ৮ মাস বয়সী ফুটফুটে শিশু আবদুর রহমান। জন্মেছে হার্টের ছিদ্র নিয়ে। ছোট শরীরে বড় রোগ। মায়ের কোলে চড়ে চট্টগ্রাম মেডিকেলে।
তার মতো জন্মগত সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেলে এসেছে কয়েকশ শিশু। তাদের লক্ষণ বারবার পায়খানা, ওজন কমা, কান্নাকাটি ও শ্বাসকষ্ট। দুশ্চিন্তার শেষ নেই অভিভাবকদের।
শিশু আবদুর রহমানের মা বলেন, ‘প্রথমে বার বার পায়খানা করতে মাঝে মাঝে সর্দি হতো, আর কান্না করতো।’
আরও পড়ুন: চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দ্রুতই বাস্তবায়ন হবে: স্বাস্থ্য উপদেষ্টা
তবে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সাহায্য সংস্থা মুতদা এইড হাত বাড়িয়েছে এ শিশুদের চিকিৎসায়।
মঙ্গলবার (১৩ মে) সকালে চট্টগ্রাম মেডিকেলের হৃদরোগ বিভাগে তুরস্কসহ বিভিন্ন দেশের ৫ সদস্যের প্রতিনিধি দল দেয় তাদের চিকিৎসা। প্রাথমিক অবস্থায় শিশুদের স্ক্রিনিং করালেও দুই মাস পর বড় দল নিয়ে অপারেশনের মাধ্যমে জন্মগত হৃদপিণ্ডের ত্রুটির চিকিৎসা দেবেন। কাটাছেঁড়া ছাড়া বিনামূল্যে স্থাপন করা হবে বিশেষ ডিভাইস। যেটি বাইরে খরচ হবে প্রায় আড়াই লাখ টাকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূর উদ্দিন তারেক বলেন, ‘একটি আন্তর্জাতিক মানবাধিকার সাহায্য সংস্থা এই মানবিক কাজ করছে। এত টাকার খরচ বহন করা অনেকের পক্ষে অসম্ভব। তারা অপারেশনসহ সব খরচ বহন করবে। প্রাথমিকভাবে ৩শ’ শিশুকে চিকিৎসা দেয়া হলেও আবেদন করেছেন ৫ থেকে ৬শ’র বেশি শিশু। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সাড়ে ৯শ’ বিশেষ ডিভাইস।’