মাঠের বাইরে দুই ভাইয়ের মধ্যে বেশ সখ্যতা থাকলেও মাঠে যে তারা পুরাদস্তুর পেশাদার, তার প্রমাণ মিলল কাল আরেকবার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারে যখন বল হাতে আসেন ক্রুনাল, ওই ওভারটা বেধড়কভাবে পিটিয়েছেন হার্দিক। পরপর দুই বলে গগনচুম্বী ছক্কা দুটি ছিল দেখার মতো।
স্বাভাবিকভাবেই ওই দুই ছক্কায় অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন ক্রুনাল। তবে ভাইয়ের জন্য তেমন কোনো সহমর্মিতা ছিল না ক্রুনালের। ব্যাটিং করে গেছেন নিজস্ব গতিতেই। হাল ছাড়েননি ক্রুনালও। শেষ ওভারে ১৯ রান ডিফেন্ড করতে এসে হার্দিকদের হাত থেকে জয় ছিনিয়ে নেনও এই ক্রুনালই।
মাঠে হার্দিকের দল হারলেও ব্যাট হাতে কাল রীতিমতো তাণ্ডব ঘটিয়েছেন এই তারকা। ১৫ বলে ৪২ রান করে অসম্ভবপ্রায় ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলেও জয় নিশ্চিত করতে পারেননি। ১২ রানের ব্যবধানে জয় তুলে নেয় আরসিবি। শেষ ওভারে ১৯ রান ডিফেন্ড করে জয় নিশ্চিত করা ক্রুনালই অবশ্য দুঃখপ্রকাশ করেছেন হার্দিকের হারে।
ম্যাচশেষে ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে ক্রুনাল বলেন, আমাদের বন্ধনটা এরকমই। আমরা জানি, দিনশেষে এক পান্ডিয়া তো জিতবেই। কিন্তু যে ভালোবাসা এবং স্নেহ আমাদের একে অপরের প্রতি আছে, সেটা একদমই গভীর।'
আরও পড়ুন: ওয়াংখেড়েতে ১০ বছর পর মুম্বাইকে হারাল বেঙ্গালুরু
মাঠে ছোটভাইয়ের কাছে দুই ছক্কা খেলেও হার্দিকের ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি ক্রুনাল। তিনি বলেন, 'হার্দিক দারুণ ব্যাটিং করেছে। আমরা জিতেছি এবং আমি জিততে চেয়েছি। সেও (হার্দিক) জিততে চেয়েছে। ওর জন্য খারাপ লাগছে।'
নিজের পারফরম্যান্স নিয়ে ক্রুনাল বলেন, 'গত ১০ বছরে আমি যে পরিমাণ ম্যাচ খেলেছি এবং যে অভিজ্ঞতা আমার আছে, সেটা কাজে এসেছে। কিছু কিছু সময় আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এটাও মাথায় রাখতে হবে, যাতে আপনি ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ থাকেন।'