এ ঘটনায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নিহত শিশুটির বাবা দুলাল খান তালতলী থানায় একটি হত্যা মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় তাননু স্থানীয় ফরেস্ট অফিস সংলগ্ন মুদি দোকানে রুটি কিনতে যায়। এ সময় তার চাচা মো. হাবিব ওরফে হাবিল খান (২৮) পেছন থেকে লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করেন।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাননুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে বিকেল পৌনে ৫টার দিকে শিশুটি মারা যায়। পরিবারের সদস্যরা তার মরদেহ তালতলী থানায় নিয়ে আসেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠায়।
দুলাল খান জানান, তার ছোট ভাই হাবিল একজন মাদকাসক্ত। তিনি প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করনে।
আরও পড়ুন: মামলায় খালাস পেলেন আসামিরা, কারাগারে বাদী
শোকাত দুলাল বলেন, ‘ছোট ভাই বলে এতোদিন সহ্য করেছি, কিন্তু সে আমার একমাত্র মেয়েকে এমনভাবে মেরে ফেলবে তা ভাবিনি।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, ‘শিশুটির মৃত্যুর ঘটনায় মামলা করেছে পরিবার। অভিযুক্ত হাবিল খানকে গ্রেফতারের পর থানায় আনা হয়েছে।’
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·