ছোট চোখ বড় দেখাবে সহজ ৮ উপায়ে

৪ সপ্তাহ আগে
আসছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম এ দিনে নিজেকে মেলে ধরতে পারেন নতুন লুকে। নববর্ষে নিজেকে সাজাতে মেকআপে শুধু মেনে চলুন সহজ কয়েকটি উপায়।

সৌন্দর্য পিপাসুদের কাছে দীঘল একজোড়া চোখের আবেদন সব সময়ই। তবে সবাই সুন্দর চোখের অধিকারী হতে পারে না। বিষয়টি জন্মগত হলেও এক্ষেত্রে কিন্তু হাল ছেড়ে দেয়ার কোনো মানে নেই। কারণ মেকআপের কিছু জনপ্রিয় ট্রিকস আর টিপস আছে যেগুলো কাজে লাগিয়ে আপনিও আপনার ছোট চোখকে করে তুলতে পারেন দীঘল চোখে।

 

একটি চেহারা সুন্দর ও আবেদনময়ী হওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা থাকে চোখের। কারণ মুখের অর্ধেক অংশজুড়ে থাকে আমাদের চোখ। এই চোখ জন্মগতভাবে কারো ছোট আবার কারো বড়। যাদের বড় চোখ তাদের মেকআপের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম মেনে চলতে না হলেও ছোট চোখের মেয়ে বা ছেলেদের অবশ্যই মেকআপের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে বলে মনে করছেন রূপবিশেষজ্ঞরা।

 

অনেকেই আছেন যারা মেকআপে নিজের চোখ বড় করতে গিয়ে নিজেকে বানিয়ে ফেলেন একেবারে হাসির পাত্র। মনে রাখবেন, বেশি বেশি কাজল, আইশ্যাডো কিংবা আইল্যাশ ব্যবহার করে আপনি আপনার চোখকে বড় করে তুললেও সবাই কিন্তু ঠিক বুঝতে পারবে এটি মেকআপের কারিশমা।

 

তাই আজ আপনাদের এমন কিছু মেকআপ টিপস বলব যেগুলো মেনে চললে মনে হবে মেকআপে নয়, আপনার চোখ প্রাকৃতিকভাবেই বেশ বড়। আসুন টিপসগুলো জেনে নিই-

 

১। ছোট চোখ বড় দেখাতে প্রথমেই আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে আই ভ্রুতে। কারণ আপনার চোখ সুন্দর হলেও তা কারো নজরে পড়বে না যদি আপনার ভ্রু সুন্দর না হয়। চেষ্টা করুন পার্লারে গিয়ে ভ্রুকে ভি শেপে প্লাক করতে।

 

২। ভি শেপের ভ্রু প্লাক হয়ে গেলে আপনার আর কোনো টেনশন নেই। মেকআপে বসার আগে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এরপর ব্যবহার করুন কনসিলার ও ফাউন্ডেশন।

 

৩। পুরো মুখে ব্লেন্ড করার পর চোখের পাতা, ভ্রুর নিচে এবং চোখের নিচে যেখানে ডার্ক সার্কেল থাকে সেখানে আবারও হাতের আঙুলের মাধ্যমে সামান্য কনসিলার ব্লেন্ড করে নিন।

 

৪। এবার শুরু করতে হবে চোখের সাজের আসল কারিশমা। ছোট চোখকে বড় দেখাতে চোখের পাতা ও চোখের নিচের অংশে হালকা নুড রঙের আইশ্যাডো ব্যবহার করুন।

 

আরও পড়ুন: ঝটপট পার্টি মেকআপ করবেন যেভাবে

 

৫। এরপর চোখের পাতার শেষ প্রান্তে গোলাপি বা পিচ আইশ্যাডো হালকা থেকে একটু ডার্ক করে দিন। এবার সেই ডার্ক লাইন থেকে ভ্রুর নিচ পর্যন্ত হালকা গোলাপি বা পিচ রঙের আইশ্যাডো ব্যবহার করুন।

 

৬। যদি ভ্রু ভি কাটে প্ল্যাক করে নিতে না পারেন তবে কালো রঙের আইশ্যাডো দিয়ে হালকা গাঢ় করে ভ্রু ভি কাটে পেইন করুন।

 

 সংগৃহীতছেলেদের চোখের সাজ। ছবি: সংগৃহীত

 

৭। চোখের পাতায় চিকন করে কাজল টানুন। ছেলেদের মেকআপের ক্ষেত্রে চোখের পাতায় কাজল না টেনে চোখের ওয়াটার লাইনে টানতে হবে। চাইলে আই লাইনারও ব্যবহার করতে পারেন। নিচের চোখের ওয়াটার লাইনে ব্যবহার করুন সাদা কাজল।

 

৮। এবার চোখের পাপড়িতে হালকা মাশকারা ব্যবহার করুন। ভ্রুর ভি কাটের উচু অংশে হালকা একটু হাইলাইট নুড রঙের ব্যবহার করুন। ব্যাস, এবার খেয়াল করুন ম্যাজিক। আপনার ছোট চোখ দেখতে বেশ বড় দেখাচ্ছে।

 

আরও পড়ুন: মেকআপ তোলার ৪ সহজ উপায়

 

মনে রাখবেন আইল্যাশ, কাজল, লেন্স ব্যবহার করে চোখ বড় করা গেলেও তা কিন্তু বেশ মেকি লাগে। এতে চোখেরও ক্ষতি হয়। তাছাড়া আপনি যদি ‘মেকআপ সুন্দরী’ হিসেবে পরিচিতি পেতে না চান, তবে মেনে চলতে পারেন এই টিপসগুলো। ন্যাচারাল লুকের এমন চোখের সাজ মেয়ে কিংবা ছেলে যে কেউ ব্যবহার করতে পারেন।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন