ছেলেরা দেরিতে বিয়ে করতে চাওয়ার ৭ কারণ

২ সপ্তাহ আগে
ছেলেরা একটু দেরিতেই বিয়ে করতে চায়, আর এর পেছনে বেশ কিছু বাস্তব ও মানসিক কারণ আছে। অনেক ছেলে এখন প্রথমে নিজের চাকরি, ব্যবসা বা আর্থিক স্থিতি ঠিক করতে চায়।

একনজরে জেনে নিই ছেলেদের দেরিতে বিয়ে করার পেছনে কারণ কী।


১. বিয়ের জন্য নির্দিষ্ট একটা বয়স আছে। কিন্তু ক্যারিয়ারের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। তাই অনেক পুরুষ আছে যারা সবকিছু পেছনে ফেলে ক্যারিয়ারের পেছনে ছুটে বেড়ায়। এদের জন্য বিয়েটা সব সময়ই দ্বিতীয় স্থানে থাকে। তারা চিন্তা করে ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিই, তারপর বিয়ে করব। এ কারণেই তারা দেরিতে বিয়ে করতে চায়।


২. ছেলেরা স্বাধীনতা পছন্দ করে। তারা মনে করে, বিয়ে করলে তাদের স্বাধীনতা নষ্ট হবে। তারা তাদের মনমতো কিছু করতে পারবে না। এ কারণেই ছেলেরা মনে করে বিয়ে যত দেরিতে করা যায়, ততই ভালো।

 

আরও পড়ুন: ব্রাইডাল সিজনে ফিটনেস আতঙ্ক নয়, স্মার্ট পুষ্টিতেই আসুক উজ্জ্বলতা ও সুস্থতা


৩. ছোট বোনের বিয়ে, ছোট ভাইয়ের পড়াশোনা, বাবা-মায়ের দায়িত্ব সব বড় ছেলের ওপর। সে তো চাইলেই আর বিয়ে করতে পারে না। তাই সে নিজের চিন্তা না করে পরিবারের জন্য দেরিতে বিয়ে করতে চায়।


৪. অনেক ছেলের আয়-উপার্জন কম থাকে। তাই তারা বিয়ে করতে ভয় পায়। বিয়ের কারণে খরচ অনেক বেড়ে যায়। তাই তারা যতদিন না আয় বাড়ে, ততদিন বিয়ে করতে চায় না।

 

৫. বিয়ে মানেই কমিটমেন্ট। অনেক ছেলেই দ্রুত এই কমিটমেন্টে জড়াতে চায় না। তারা তাদের সঠিক জীবনসঙ্গীর জন্য অপেক্ষা করে। যতক্ষণ না কাউকে বিয়ে করার মত মনে হয় ততক্ষণ তারা বিয়ে করতে চায় না।

 

আরও পড়ুন: ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভবের ৮ কারণ


৬. বিয়ে মানেই দায়িত্ব। অনেকে মনে করে বিয়ে করলেই স্ত্রীর দায়িত্ব ঘাড়ে চেপে বসবে। তারা এই বাড়তি ঝামেলা নিতে চায় না। এ কারণে বিভিন্ন সমস্যা দেখিয়ে তারা বিয়ে পেছাতে চায়।


৭. অনেক সময় সম্পর্ক তৈরি হলেও মনমতো জীবনসঙ্গী না পাওয়া বা বিশ্বাসের অভাব থাকলে ছেলেরা বিয়ে করতে দ্বিধা করে।

]]>
সম্পূর্ণ পড়ুন