ছেলে বার্সেলোনার খেলোয়াড় হলেও বাবা ভালোবাসেন রিয়াল মাদ্রিদকে

১ সপ্তাহে আগে
লামিনে ইয়ামাল বার্সেলোনার তারকা ফুটবলার। এইটুকু বয়সেই পেয়েছেন তারকাখ্যাতি। সম্প্রতি রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে জিতেছেন কোপা দেল রের শিরোপা। তবে তার বাবা মৌনির নাসরাউয়ি একজন রিয়াল ভক্ত। নিজেই স্বীকার করেছেন, শুধু অর্থের জন্যই তিনি বার্সেলোনাতে আছেন।

মাত্র ১৭ বছর বয়সেই দাঁপিয়ে বেড়াচ্ছেন ফুটবলের মাঠ। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছেন নিজের পারফরম্যান্স দিয়ে। এই বয়সেই জিতেছেন স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। ক্লাবের হয়েও  শিরোপা জিতেছেন। 

 

আরও পড়ুন: রুডিগারের কঠোর শাস্তি চান জার্মান কিংবদন্তি ম্যাথাউস

 

ইতোমধ্যেই বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। এই বয়সেই পেয়েছেন তারকাখ্যাতি। তবে ইয়ামাল বার্সেলোনার খেলোয়াড় হলেও তার বাবা ঠিক তার বিপরীত। ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি রিয়াল মাদ্রিদের ভক্ত। এ কথা অবশ্য তিনি নিজেই স্বীকার করেছেন।   

 

 

ইয়ামালের বাবা বলেন, ‘ভিসকা এল বার্সা। যাই হোক, আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি। কিন্তু যে আমাকে খাওয়ায় সে বার্সা।’ তার এই কথাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন: মেসিকে ছাড়াই নেমে হারল মায়ামি, ইনজুরি শঙ্কা উড়িয়ে দিলেন কোচ

 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানোর পর মাঠে বার্সেলোনার জার্সি পড়ে ইয়ামালের সঙ্গে উদযাপন করছেন তার বাবা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যদিও আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি এবং তাদের জন্য আমার করুণা হয়। কিন্তু আমাকে যা খাওয়ায় তা হলো বার্সা।’

 

🇲🇦 Lamine Yamal's father:

— “Even though I love Real Madrid and I feel sorry for them — what feeds me is Barça.” pic.twitter.com/QVZLgwRJZI

— Barça Worldwide (@BarcaWorldwide) April 27, 2025

 

লামিনে ইয়ামাল ২০১৪ সালে ক্লাবে যোগ দেন এবং লা মাসিয়ায় প্রশিক্ষণ নেন। এরপর বার্সেলোনার মূল দলে সুযোগ পান ইয়ামাল। ইতিমধ্যে দুই মৌসুম ধরে ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। ট্রান্সফার মার্কেটে ইয়ামালের বর্তমান দাম ১৮০ মিলিয়ন ইউরো। 

 

সবশেষ কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। ৩ গোলের মধ্যে প্রথম দুটি গোলের সহায়তা করেছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন