ছুটির দিনেও যেসব ব্যাংক খোলা থাকবে আজ

১ সপ্তাহে আগে
হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাগুলো আজ শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।


এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেয়ার সুবিধা নিশ্চিত করতে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে ১৮ অক্টোবর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

আরও পড়ুন: অক্টোবরের ১৫ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৩ কোটি ডলার

 

একইসঙ্গে সেদিন যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক থাকবেন ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন