বৃহস্পতিবার (৮মে) দুপুরে উপজেলার হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্বাস পাটোয়ারী বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।
তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লার ছেলে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল সেনবাগ থেকে কমলনগর উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার হাজিগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিটকে রাস্তার উপর পড়ে যান বাবর।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।
২০২৩ সালে বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। তার স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বাবরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ইউনিয়ন বিভক্তির দাবিতে মানববন্ধন
বাবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>