কারণ, আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দেয়া হয়েছে।
এর আগের দুদিন শুক্র ও শনিবার (৫ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত কিছু জরুরি কাজ থাকে। ফলে অবকাশ যাপনের সুযোগ পাওয়া যায় না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ভ্রমণে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায়। তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ।
আরও পড়ুন: এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে: উপদেষ্টা ফারুকী
এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।
]]>