ছিনতাইয়ের কবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা

১০ ঘন্টা আগে
বগুড়ায় ছিনতাইকারীর কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব সাকিব খান।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই শীর্ষ নেতা জানান, আন্দোলনে আহত এক জুলাই যোদ্ধার কাছে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে দিবসে দাওয়াতপত্র পৌঁছে দিতে অটোরিকশায় করে বগুড়া শহরের চারমাথা থেকে মাটিডালি এলাকায় যাচ্ছিলেন। অটোরিকশায় বসা অবস্থায় মুঠোফোনে কথা বলার সময় ঢাকা-রংপুর মহাসড়কের বারপুরে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত অ্যানরুয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে আহত হোন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।

 

আরও পড়ুন: খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

 

বগুড়া সদর থানা পুলিশের ওসি হাসান বাশির জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ছিনতাইয়ের উদ্দেশ্য ঘটনাটি ঘটেছে নাকি পরিকল্পিতভাবে কেউ হামলার চেষ্টা করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন