‘ছিনতাই মুক্ত ভৈরব দে, নইলে শাড়ি নে চুড়ি নে’

৩ দিন আগে
কিশোরগঞ্জের ভৈরবে দিনে রাতে ছিনতাই ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বস্তরের জনগণ। শনিবার (২ আগস্ট) বিকেলে ছাত্র ও যুব সমাজ প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে শাড়ি-চুড়ি নিয়ে থানায় হাজির হয়। এ সময় ওসিকে তিন দিনের আল্টিমেটাম দেন তারা। এই সময় যুবকরা শ্লোগান দেন, ‘ছিনতাই মুক্ত ভৈরব দে নইলে শাড়ি নে চুড়ি নে’, ‘পুলিশ কি হিজরা হিজরা।’

এর আগে ভোরে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া এক পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করে ছিনিয়ে নেয়া হয় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী। ফলে ওই পরিবারের চিকিৎসার জন্য আর ঢাকায় যাওয়া হয়নি। এরই প্রেক্ষিতে যুবকরা এ বিক্ষোভ করেন।


দুর্জয় মোড়ে প্রতিবাদ সমাবেশে ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম বলেন, ‘আমরা ছিনতাই মুক্ত নিরাপদ ভৈরব চাই। আজও ভোরে পুরো একটি পরিবার ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হয়ে মারাত্মক জখম হয়েছে। প্রতিদিন শহরের কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছেই। পুলিশের নীরব ভূমিকা আর ছিনতাইকারীদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েছি পুলিশের জন্য শাড়ি চুড়ি নিয়ে থানায় আসতে।’


আরও পড়ুন: চাঁদপুরের যুব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান


তিনি আরও বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে ভৈরবকে ছিনতাই মুক্ত করতে পুলিশ ব্যর্থ হলে আমরা থানার সব পুলিশ সদস্যকে শাড়ি ও চুড়ি উপহার দেব। ভৈরব এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। ছিনতাই মুক্ত করতে আমরা এ পর্যন্ত ৮ বার সভা ও বিক্ষোভ মিছিল করেছি। ভৈরবের প্রশাসন যদি ছিনতাই মুক্ত করতে ব্যর্থ হয় তাহলে আমরা ভৈরববাসী মিলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামব।’


ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফোয়াদ রুহানী বলেন, ‘ছাত্র জনতা এভাবে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসাটা খুবই দুঃখজনক। আমি কথা দিচ্ছি ভৈরবকে ছিনতাই মুক্ত করেই ছাড়ব।’

]]>
সম্পূর্ণ পড়ুন