ছাড়া পেয়েছেন আন্দোলনে আটক শিক্ষকরা

১ সপ্তাহে আগে
বাড়ি ভাড়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবির আন্দোলনে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক হওয়া শিক্ষকদের ছেড়ে দেয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাত ৮টার পর তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

 

এর আগে, দুপুর ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামানের ব্যবহার করে। পাশাপাশি ছিল লাঠিচার্জ। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।

 

এ সময় প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা।

 

আরও পড়ুন: ভাঙছে মাউশি, গঠন হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদফতর

 

জানা গেছে, অবস্থান কর্মসূচি প্রেসক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেয়ার কথা বলেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এমন আহবান জানান। তবে একপক্ষ এর বিরোধিতা করে সচিবালয় অভিমুখে লংমার্চ করার দাবি তুলেছেন। তারা শহীদ মিনারে না গিয়ে প্রেসক্লাবের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন