চিরিরবন্দর থানা সূত্রে প্রকাশ, দশম শ্রেণির ছাত্রী আউলিয়াপুকুর হাই উলুম ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ’র বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে চিরিরবন্দর থানায় এজাহার করে। থানা কর্তৃপক্ষ তদন্ত শেষে গত ৫ ডিসেম্বর মাদ্রাসার অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে।
উক্ত মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মো. সাজিদ ইসলাম ওরফে শুভ, মো. রাশেল ও মো. হাবিবুর রহমান বড় বাউল জোড়া ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির সামনের পাকা রাস্তার ওপর তাকে থামায়। অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রাজ্জাক তার গায়ে হাত দেন এবং অশ্লীল আচরণ করে হুমকি ধামকি দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তারা মোটরসাইকেল করে পালিয়ে যায়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ তদন্ত শেষে মামলা এজাহারভুক্ত করে। যার মামলা নং-০১, তারিখঃ ০৫-১২-২০২৪ইং, ধারা-১০/৩০, নারি ও শিশু নির্যাতন দমন আইন।
আরও পড়ুন: রাজধানীতে রাতের খাবার খেয়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে