মঙ্গলবার (২৬ আগস্ট) চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে এ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে সময় সংবাদকে রিফাত বলেন, ‘গতকাল (সোমবার) ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালান আবিদুল ইসলাম। তিনি কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের তথ্য উপস্থাপন করেন। বিষয়টি জানার পর আমি বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ২৪ ঘণ্টা পার হলেও তিনি কোনো সাড়া দেননি। আমি মূলত সত্যিটাই জানতে চাই— তিনি কেন আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ এনেছেন। একইসঙ্গে আজ চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এ অপপ্রচারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি।’
আশিকুল হক রিফাত সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আমাদের সময় পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
গত সোমবার (২৫ আগস্ট) বিকেলে মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, স্যার এ এফ রহমান হলে এক সাংবাদিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেসব শিক্ষার্থী ছাত্রদলের প্যানেলের পক্ষে কাজ করছে, তাদের তিনি বাধাগ্রস্ত করছেন, হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেইল করছেন।’
আরও পড়ুন: ঢাবির দেয়ালে দেয়ালে রাজাকার শব্দ প্রতিষ্ঠিত করা হয়েছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
সংবাদ সম্মেলনে সরাসরি নাম না উল্লেখ করলেও রিফাত অভিযোগের তীর ধরতে পেরেছেন। ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদও অভিযোগটা যে রিফাতের বিষয়েই সেটা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে আবিদুলের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তার সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে এজিএস প্রার্থী মায়েদকে কল দিলে তিনি বলেন, ‘আমরা অভিযোগের বিষয়ে আগের অবস্থানেই রয়েছে। রিফাতের লিখিত অভিযোগ সম্পর্কেও জেনেছি। নির্বাচন কমিশন তদন্ত শুরু করুক। আমরা আইনি প্রক্রিয়ার ওপর ভরসা রাখছি।’
]]>