মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ।
সংবাদ সম্মেলনে ফরহাদ জানান, গণধর্ষণের হুমকি দেয়া এক শিক্ষার্থীকে রাজনৈতিক উদ্দেশ্যে শিবিরকর্মী বলে প্রচার করছে ছাত্রদল। এই ইস্যুকে সামনে রেখে করা মিছিলেও শিবিরের বিরুদ্ধে অশালীন স্লোগান দেয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের অনলাইন বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ফরহাদ। সেখানে ছাত্রদলের বিভিন্ন কর্মীর শিবিরের বিরুদ্ধে করা অপপ্রচার এবং কুরুচিপূর্ণ মন্তব্য তুলে ধরেন তিনি। ছাত্রদলের ৫০০'র মতো এমন অনলাইন আক্রমণের প্রমাণ শিবিরের কাছে আছে বলে জানান ফরহাদ।
আরও পড়ুন: গণধর্ষণের হুমকি দেয়া শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের
সংবাদ সম্মেলনে ছাত্রদলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বক্তব্য দেন শিবির সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র সম্পাদক পদপ্রার্থী তাসনিম জুমা এবং ভিপি প্রার্থী সাদিক কায়েম। শিবিরের বিরুদ্ধে বেশকিছু গণমাধ্যম ভুলভাল ফ্রেমিং করছে বলেও ক্ষোভ ঝাড়েন শিবিরের নেতাকর্মীরা।