সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির দড়িতে ঝোলার জন্য।
তিনি বলেন, ‘গণহত্যাকারীদের আমরা বাংলার মাটিতে বিচার নিশ্চিত করব এই ঘোষণা দিয়েই আমরা এক দফা ঘোষণা করেছিলাম। এক বিন্দু পরিমাণও আমরা পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করবই।’
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাতের মৃত্যু
তথ্য উপদেষ্টা বলেন, ‘যারা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলব বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবল বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য।’
জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ওই গুলিতে আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। বিভিন্ন হাসপাতাল ঘুরে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে চার মাস চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যায় সে।