ছাত্র আন্দোলনে গুলি: রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২ সপ্তাহ আগে
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় মো. আসজাদ হোসেন আরজু (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আসজাদ হোসেন আরজু রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের মো. আব্দুল কাদের শেখের ছেলে।


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা


ওসি আরও জানান, ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আসজাদ হোসেন আরজুকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বরাট বাজার থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন