মঙ্গলবার (২৪ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আসজাদ হোসেন আরজু রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের মো. আব্দুল কাদের শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা
ওসি আরও জানান, ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আসজাদ হোসেন আরজুকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বরাট বাজার থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।