ছাতকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১ সপ্তাহে আগে
সুনামগঞ্জের ছাতক সিলেট রেললাইন সংস্কারের জন্য ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বুকা নদীর তীর থেকে তকিপুর পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টা থেকে ছাতক উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির ও রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে।


রেলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ান কাউসার আলম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধভাবে দখল করা ২০০ শতক জায়গা অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জায়গার মূল্য ২৫ কোটি টাকা।


তিনি আরও বলেন, অবৈধ দখলদাররা জায়গা দখল করে গরুর হাট, বাজার, গরুর খামার মুদিদোকান হোটেল রেস্টুরেন্ট ফার্মেসি সহ আবাসিকও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে বছরের পর বছর ব্যবসা করে আসছিল। সরকার ছাতক সিলেট রেলপথ সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে অবৈধ দখলদারদের বারবার নোটিশ দিয়ে জায়গা ছাড়তে বলা হলেও তারা জায়গা না ছাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  


আরও পড়ুন: করতোয়া নদীর ১৭ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ


ছাতক উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির জানান, সকালে একটি এস্কেভেটর ও ২০ জন শ্রমিক, ছাতক থানার পুলিশ, রেলের নিরাপত্তা কর্মী রেল ও পুলিশের দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন