ছাগলকাণ্ডের মতিউরকে নেয়া হচ্ছে ডিবি কার্যালয়ে

৩ সপ্তাহ আগে
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে দুদকের মামলায় গ্রেফতার দেখাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হচ্ছে। সেখান থেকে সরাসরি আদালতে নেয়া হবে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে দুদক।

 

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি। কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেনি ডিবি।

 

আরও পড়ুন: ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর স্ত্রীসহ গ্রেফতার

 

গত বছর ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতেই এনবিআরের সাবেক এই কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। আলোচিত হন সারা দেশে। তারপর একে একে হারাতে থাকেন এনবিআর ও সোনালী ব্যাংকের চাকরি। পরে স্বেচ্ছায় অবসরে যান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন