ছাগল নয়, এটা যেন তাদের বেঁচে থাকার অবলম্বন!

৩ সপ্তাহ আগে
কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা, কেউবা আবার দিন আনে দিন খায়। অসহায় এসব নারীদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন লাইট অব লাইফ ফাউন্ডেশন। নারীদের স্বাবলম্বী করতে উপহার হিসেবে তুলে দেয়া হয়েছে দুইটি করে ছাগল।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ডক্টর আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক অনুষ্ঠানের। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনা ও বাস্তবতা তুলে ধরেন আয়োজক ও অতিথিরা। 


পরে ৫২ জন অসহায় নারীকে স্বাবলম্বী করতে প্রত্যেককে দুটি করে ছাগলসহ মোট ১০৪টি ছাগল উপহার হিসেবে তুলে দেয়া হয়। আর ছাগল পেয়ে সবার আশার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেরাই গড়ে তুলতে পারবেন ক্ষুদ্র এক খামার।

আরও পড়ুন: আবারও কাঞ্চনজঙ্ঘার উঁকি, অপার্থিব সৌন্দর্যে মুগ্ধ পঞ্চগড়বাসী

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকার স্বপ্না রানী বলেন, ‘আমার বড় ছেলে মারা গেছে। তার শোকে আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে। ছোট ছেলেটিও দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে বসে রয়েছে। খুব কষ্টে সংসার চালাচ্ছি। এই ছাগল পেয়ে খুব উপকার হলো। পালে পুষে বড় করতে পারলে আমার সংসারের কাজে লাগবে।’


এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও এ উদ্যোগকে জানাচ্ছেন সাধুবাদ। আর আয়োজকরা বলছেন-এই ছাগল শুধু সম্পদ নয়, একটি পরিবারে নতুন আশার নাম।


পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, ‘এটি খুব ভালো উদ্যোগ। আমরা চাই এভাবেই বিত্তবান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে দাঁড়াক। তাহলে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া যাবে।’

আরও পড়ুন: আমদানি কমলেও বাংলাবান্ধা স্থলবন্দরে আলু-পাট রফতানিতে খুলেছে সম্ভাবনার নতুন দ্বার

শুধু সহানুভূতি নয়, নারীদের সত্যিকার অর্থেই স্বাবলম্বী করে তুলতে পর্যায়ক্রমে জেলার আরও বিভিন্ন এলাকায় এ ছাগল বিতরণ কর্মসূচি পরিচালিত হবে জানিয়েছে লাইট অব লাইফ ফাউন্ডেশন।

]]>
সম্পূর্ণ পড়ুন