খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের জীবনের এমন গল্প ফুটে উঠেছে ফটোবুকের মাধ্যমে। তুলে ধরা হয়েছে প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পও।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর অভিজাত একটি রেস্তোরাঁয় ‘নেচার বেজ্ড সল্যুশন- এ ভিজুয়াল জার্নি’ নামে এই ফটোবুক উন্মোচন করা হয়। একই সঙ্গে ফটোবুকে স্থান পায় নবপল্লব প্রকল্পের কার্যক্রম।
আরও পড়ুন: বন্যা-জলোচ্ছ্বাসের মুখেও টিকে থাকবে নতুন ধান ব্রি-১০৯
উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপকূলীয় জীবনমান উন্নয়নে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও উপকূলীয় জনপদের বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপকূলবাসীর জীবন সংগ্রামের চিত্র প্রদর্শিত হয়।
প্রকল্প সূত্রে জানা যায়, ইউকে এইড ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে কেয়ার বাংলাদেশের সঙ্গে ৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে নবপল্লব প্রকল্প উপকূলীয় তিন জেলায় (বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা) কাজ করছে। প্রাকটিক্যাল অ্যাকশান এই কার্যক্রমের ফলে এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন এসেছে বইয়ের মাধ্যমে সেসব তুলে ধরতে অনুষ্ঠানটির আয়োজন করে।