মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তারা। এসময় ভর্তি কার্যক্রমে ছবি তোলার বাধ্যবাধকতা তুলে নেয়ারও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মুসলিম নারীর হিজাব ও পর্দার সার্বভৌমত্বে ভারতীয় আগ্রাসন রোধে ছবি ও চেহারা দেখানোর পরিবর্তে শুধু ফিঙ্গারপ্রিন্ট চালু করতে হবে। এই দাবিসহ মোট ৪ দফা দাবি উত্থাপন করেন তারা।