আর তাতে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়ল এ কিশোর।
সবশেষ আইপিএলেই কম বয়সী হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয়েছিল সূর্যবংশীর। এরপর থেকেই লাইমলাইটে এ ব্যাটার। ২০২৫ আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে তো তাকও লাগিয়ে দিয়েছিল এ ব্যাটার। যা ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ। এই কীর্তি গড়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
আরও পড়ুন: ভারত ম্যাচের আগে আইসিসি থেকে বড় সুখবর পেলেন সাইফ-মোস্তাফিজরা
এবার এ কিশোর নতুন একটি রেকর্ড নিজের করে নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অজিদের বিপক্ষে খেলতে নেমে ৬৮ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৭০ রান করে সে। এ ম্যাচের ছক্কায় সে যুবাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ে। সব মিলিয়ে যুবাদের ওয়ানডে ক্রিকেটে ৪১টি ছক্কা হাঁকিয়েছে সূর্যবংশী। তাতে সে পেছনে ফেলেছে ভারতের সাবেক ক্রিকেটার উন্মুক্ত চাঁদকে। ২১টি ম্যাচে ৩৮টি ছয় মেরেছিলেন চাঁদ। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে দিয়েছে মাত্র ১০টি ম্যাচে।
যুবাদের ক্রিকেটে সব মিলিয়ে ৫৪০ রান হলো সূর্যবংশীর। যার ২৬ শতাংশ রান সে করেছে বাউন্ডারি থেকে। যুবাদের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ছক্কার তালিকায় সূর্যবংশী ও উন্মুক্তের পরে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ২৭ ম্যাচে ৩০টি ছয় মেরেছিলেন।
আরও পড়ুন: সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলবেন অশ্বিন!
এদিকে সূর্যবংশীর রেকর্ডের দিনে জয়ও পেয়েছে ভারত। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৯ রানে থেমেছে স্বাগতিকরা।
]]>