রিয়াল কোয়ার্টার থেকে বাদ পড়বেন, এটুকুতেই থেমে থাকেনি অপ্টার সুপার কম্পিউটার। এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে কোন দল, সেটিও ভবিষ্যদ্বাণী করেছে তারা। তাদের ভবিষ্যদ্বাণী বলছে, এবারের শিরোপা জিততে যাচ্ছে বার্সেলোনা। এবং ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে পিএসজিকে।
আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি পেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো
তবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল, এই দুই দলকেই সমানভাবে এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। কোয়ার্টারে রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৪৯.৮ শতাংশ। অন্যদিকে আর্সেনালের ৫০.২ শতাংশ।
আরও পড়ুন: মায়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধবেন ডি ব্রুইনা!
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, লা লিগার ভবিষ্যদ্বাণীও করেছে অপ্টার সুপার কম্পিউটার। তবে সেখানে বার্সেলোনার জন্য রয়েছে সুখবর। অপ্টার অনুমান অনুযায়ী, এবারের লা লিগার শিরোপা জিততে পারে বার্সেলোনাই। ক্লাবটির শিরোপা জয়ের সম্ভাবনা ৮৫.২০ শতাংশ।