মঙ্গলবার (২১ অক্টোবর) সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইউরোপ সেরার মঞ্চে আজ সত্যিকার অর্থেই ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়নরা। প্রথম পর্বের তৃতীয় রাউন্ডে এসে অবশেষে মাঠে নামতে যাচ্ছেন গত মৌসুমের সেরা ফুটবলার উসমান দেম্বেলে। ইনজুরি কাটিয়ে আজ পিএসজি ক্যাপ্টেন ফিরছেন প্যারিসিয়ানদের ডাগআউটে।
অনুশীলনে নেমে পড়েছেন আরও আগেই। তাই হয়তো লেভারকুসেন মিশনের আগে এতটা ফুরফুরে পিএসজি। শেষ সাত ম্যাচে মাঠে পাওয়া না গেলেও, ম্যাচে তার প্রভাব পড়েছে কমই। এনরিকে বাহিনী ইউসিএলে আতালান্তা এবং বার্সেলোনাকে হারিয়েছে দেম্বেলেকে ছাড়াই। শুধু তাই নয়, চার সপ্তাহ পর একাদশে থাকতে পারেন মার্কুইনহোসও। ম্যাচের আগে তাই প্রতিপক্ষ নয় নিজের স্কোয়াড সাজানো নিয়েই মধুর বিড়ম্বনায় লুই এনরিকে।
সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘উসমান এবং মার্কো ফিরেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। কিন্তু একটা কথা মনে রাখতে হবে তাদের ছাড়াও আমরা জিতেছি। তাই এখন যারা আছে আমি তাদের বাদ দিয়ে দিতে পারি না। আমি কৌশল হিসেব করে একাদশ সাজাব। ইনজুরি থেকে ফিরেই কেউ আগের ফর্ম পায় না। আমি আশা করবো তারা দ্রুত নিজেদের ছন্দ খুঁজে পাবে।’
আরও পড়ুন: প্রতিপক্ষ দুর্বল হলেও সতর্ক বার্সেলোনা কোচ
রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডে যাবে অ্যাতলেটিকো মাদ্রিদ। লা লিগায় দারুণ ছন্দে থাকলেও, ইউসিএলে খুব একটা ভালো নয় রোজি ব্লাঙ্কোদের অবস্থা। ২ ম্যাচে ১ জয়ে এখন পর্যন্ত তাদের অবস্থান দশ নম্বরে। যদিও, এসব বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন সিমিওনে। প্রতিপক্ষ আর্সেনালকে সমীহ করলেও, ভীত নয় স্প্যানিশরা।
অন্যদিকে, অ্যাতলেটিকোকে সামলাতে প্রস্তুত হচ্ছে আর্সেনাল। মিকেল আর্তেতা বাহিনী আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রিমিয়ার লিগ, ইউসিল সব জায়গাতেই উড়ছে তাদের বিজয় কেতন। ২ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান ৫। তবে, সেটা কেবলই গোল পার্থক্যের কারণে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ আর্তেতা বলেন, ‘এখন পর্যন্ত ছেলেরা আমাকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তারা দুর্দান্ত খেলছে। আমার আশা এ ম্যাচেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। অ্যাতলেটিকো মাদ্রিদ কতটা কঠিন প্রতিপক্ষ তা আমরা জানি। সিমিওনে এ দলটাকে খুব সুন্দর ভাবে গুছিয়ে রেখেছে। কিন্তু আমাদের মাঠে আমরা তাদেরকে ছেড়ে দেব না।’
আরও পড়ুন: প্রতিপক্ষ দুর্বল হলেও সতর্ক বার্সেলোনা কোচ
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে যাবে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে বরাবরই একটু ব্যাকফুটে থাকে সিটিজেনরা। বর্তমান ফর্মটাও নেই তাদের পক্ষে। কিন্তু ভিয়ারিয়ালের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত এক ম্যাচেও জয় নেই তাদের। সিটিজেনদের বিপক্ষে ম্যাচটাকেই তাই টার্গেট ভিয়ারিয়ালের।
ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘দোন্নারুমার উপস্থিতি ড্রেসিংরুমে বাড়তি একটা উচ্ছ্বাস এনে দিয়েছে ফুটবলারদের মধ্যে। চ্যাম্পিয়ন ফুটবলার সে, তাকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার নেই। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট এটা আপনারা বলছেন। আমার সেটা মনে হয় না।’
এছাড়া একই সময়ে ইউনিয়ন সেন্টয়ের বিপক্ষে খেলবে ইন্তার মিলান এবং নাপোলির প্রতিপক্ষ আইন্দহোভেন।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·