আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

১১ ঘন্টা আগে
আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত ডিসেম্বরে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা দলটার প্রায় সকলেই আছেন এই দুই সিরিজের স্কোয়াডে। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় শিমরন হেটমেয়ারকে পাচ্ছে না ক্যারিবীয়রা। ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন জুয়েল অ্যান্ড্রু।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ব্রেন্ডন কিং ও এভিন লুইসের কাঁধে বর্তাতে পারে ওপেনিংয়ের দায়িত্ব। সে ক্ষেত্রে কেসি কার্টি ওয়ান ডাউনে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে নাম সরিয়ে নেয়া শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড এই সিরিজে দলে ফিরেছেন। অভিষেকে ৭৯ বলে সেঞ্চুরি হাঁকানো আমির জাঙ্গুও জায়গা পেয়েছেন।


ডাবলিনে ২১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ মাঠে গড়াবে। গত বছর ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে আছে। ২০২৭-এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার পরিকল্পনায় হাঁটছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


আরও পড়ুন: 'শিখতে আসিনি, জিততে এসেছি'- নিউজিল্যান্ড 'এ' দলকে হারিয়ে বাংলাদেশ অধিনায়ক


একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তাদের কোচিং প্যানেলেও কিছু পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিনের জায়গায় রবি রামপালকে বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া আয়ারল্যান্ড সফরে কোচিং প্যানেলে থাকবেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার কেভিন ও'ব্রায়েন।


ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর  ক্যারিবীয়রা ইংল্যান্ডে যাবে। ২৯ মে এজবাস্টনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এই সফরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে তারা। তবে টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি।


ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেডন সিলস ও রোমারিও শেফার্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন