চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসবে শামিল হবে পিএসজি কোচের মৃত কন্যা!

১ দিন আগে
সেমিফাইনালের দুই লেগে আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে লুইস এনরিকের পিএসজি। তার সামনে সুযোগ প্যারিসের ক্লাবটিকে প্রথমবারের মতো মর্যাদার শিরোপাটি জিতিয়ে ইতিহাসে জায়গা করে নেয়ার।

কোচ হিসেবে অবশ্য এর আগেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড আছে এনরিকের। স্প্যানিশ এ কোচ ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে শিরোপাটি জিতেছিলেন। সে সময় বেঁচে ছিল তার শিশু কন্যা সানাও। শিরোপা জেতার পর কন্যা সানাকে কাঁধে নিয়ে পুরো মাঠ দাঁপিয়ে বেড়িয়েছিলেন এনরিক। পার্টি পছন্দ করা মেয়েকে এমন উৎসবে শামিল করতে পেরে বেশ উচ্ছ্বসিতও ছিলেন তিনি।

 

এ বছরের শুরুতে কন্যার সঙ্গে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনের স্মৃতি স্মরণ করে এনরিক জানিয়েছিলেন, কন্যার সঙ্গে এমন আনন্দ উৎসব পিএসজির হয়েও করতে চান তিনি। সে উপলক্ষ্যের খুব কাছেই পৌঁছে গেছেন এনরিক। আগামী ৩০ মে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি।

 

আরও পড়ুন: পাঁচ বছর পর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে

 

তবে আক্ষেপের বিষয়, উদযাপনে শামিল হওয়ার জন্য এনরিকের কন্যা সানা পৃথিবীতে নেই। বোন ক্যান্সারের সঙ্গে ৫ মাস লড়াই করে ৯ বছর বয়সে ২০১৯ সালে মারা যায় তার কন্যা সানা। স্প্যানিশ কোচ জানিয়েছিলেন, তার সন্তান শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও, তার আত্মা সেখানে থাকবে।

 

বছরের শুরুতে এক সাক্ষাৎকারে এনরিক বলেছিলেন, ‘আমার অবিশ্বাস্য স্মৃতি আছে (মেয়ের সঙ্গে)। আমার মেয়ে পার্টি পছন্দ করতো। আমি নিশ্চিত সে যেখানে থাকুক পার্টি করছে। আমার মনে আছে, তার সঙ্গে আমার একটি অসাধারণ ছবি ছিল। বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পিচে বার্সার একটি পতাকা গেড়েছিলাম। আশা করি পিএসজির হয়েও একইটা করতে পারব। আমার কন্যা শারীরিকভাবে সেখানে থাকতে পারবে না, কিন্তু তার আত্মা থাকবে। এবং আমার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ।’

 

আরও পড়ুন: আর্তেতা বললেন, টুর্নামেন্টের সেরা দল বাদ পড়েছে

 

এখন দেখার পালা, ইব্রাহিমোভিচ, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র কিংবা লিওনেল মেসিরা যা করে দেখাতে পারেননি, তা উসমান দেম্বেলে-হাকিমিদের নিয়ে এনরিক করতে পারেন কি না।

 

]]>
সম্পূর্ণ পড়ুন