বৈচিত্র্যময় অঙ্গভঙ্গি আর ভিন্ন ধর্মী উপস্থাপনার জন্য বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় ধারাভাষ্যকার সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানি মরিসন। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই দিয়েছেন ধারাভাষ্য। বিপিএলেও কাজ করেছেন আগে।
ছয় বছর পর বাংলাদেশে এসেছেন মরিসন। তবে নিয়মিতই খোঁজখবর রেখেছেন টাইগারাদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াডে ঘাটতি কী, তারও একটা ধারণা দিলেন। তবে অভিজ্ঞতার অভাব দেখছেন টাইগার শিবিরে। বিশেষভাবে আক্ষেপ করলেন লিটন দাসের জন্য।
সময় সংবাদকে মরিসন বলেন, ‘লিটন দাস দারুণ একজন প্রতিভাবান ক্রিকেটার। অপ্রত্যাশিতভাবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। এটা হতে পারে। এটা হয়তো তার অনুপ্রেরণা, দল থেকে বাদ পড়ার দিনে ১২৫ রানে অপরাজিত থেকেছে। ফর্ম আসতে-যেতে পারে, তবে ক্লাস পার্মানেন্ট। আমার কাছে সে একজন ক্যাসিকাল ব্যাটসম্যান। একটু খারাপ সময় যাচ্ছিল, যে কারণে নির্বাচকরা তাকে দলে নেননি। সাকিবকেও বোলিং অ্যাকশনের কারণে মিস করবে। বেশকিছু বড় তারকা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছে না। তামিম দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করেছে। টপ অর্ডারে দারুণ একজন ব্যাটার। টাইগারদের জন্য এটা ট্রাঞ্জেশন টাইম। তবে তাদের ছাড়াই এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: লিটনকে বাদ দেয়ায় অবাক হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি
এসব পেছনে ফেলে মেগা ইভেন্টে কতদূর যেতে পারবে বাংলাদেশ? কারা হতে পারেন পাকিস্তানের কন্ডিশনে বড় নিয়ামক। সে বিষয়েও কথা বলেন এই কিউই সাবেক পেসার।
তিনি বলেন, ‘এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো যে চ্যাম্পিয়ন্স ট্রফি উপমহাদেশের মাটিতে হতে যাচ্ছে। পাকিস্তান ও ইউএইতে খেলা হবে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। আমার মনে হয় উইকেটে ভালো বাউন্স থাকবে। লাহোর এবং করাচিতে পেসাররা বল করে সাচ্ছন্দ্যবোধ করবে। স্কোয়াডের দিকে তাকালেই দেখবেন বাংলাদেশ এবার চমকে দিতে পারেন। বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই।’
আসন্ন মেগা ইভেন্টে সেমিফাইনালিস্ট বাছাই করতে গিয়ে এক রকম দ্বিধায় পড়েছেন ড্যানি।
এ কিউই বলেন, ‘এটা কঠিন। র্যাঙ্কিংয়ের আটটি দল খেলবে টুর্নামেন্টে। আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া সব সময় ফেভারিট, দক্ষিণ আফ্রিকা ভালো দল, নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে। বাংলাদেশের ব্যাপারে বলব, অনেক অভিজ্ঞ ক্রিকেটার মিস করবে, তবে তরুণরা ভালো করছে। পাকিস্তানের হোম ভেন্যু, ভারত, ইংল্যান্ডও আছে। আমি সবাইকে পিক করতে চাই। চার দলের নাম বলা কঠিন। চার দলের নাম বললে অস্ট্রেলিয়া, স্বাগতিক পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডকে বাছাই করব।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব-তামিমের না থাকায় অবাক খুশদীল
চ্যাম্পিয়ন্স ট্রফি যে দলই শিরোপা জিতুক। এবার টুর্নামেন্ট অনেক বেশি জমজমাট হবে বলে প্রত্যাশা ড্যানি মরিসনের।
]]>