চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে

২ সপ্তাহ আগে
হাইব্রিড মডেলের পাশাপাশি এবার চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেুন্য। কলম্বো নয়, ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা। তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল, তা হলো টুর্নামেন্টের নিরপেক্ষ ভেন্যু হবে কোথায়? যদিও আনুষ্ঠানিক না হলেও শুরু থেকেই আলোচনায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নাম।

 

সব কিছুই যখন মোটামুটি ঠিক তখন হঠাতই বাগড়া বাজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে এসএলসি। এ নিয়ে বিভিন্ন মহলে দেন দরবারও শুরু করে তারা। এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটের।

 

এসএলসির অহেতুক আগমন ভালো চোখে নেয়নি পিসিসি। সভাপতি মহসিন নাকভি শনিবার (২১ ডিসেম্বর) আলোচনায় বসেন এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে। আলোচনাও হয়েছে ফলপ্রসূ। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ক্রিকেট সুপার ক্লাসিকো ভারত-পাকিস্তান ম্যাচসহ।

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বড় বিতর্কের জন্ম দিলো ভারত

 

ভারতীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করলেও অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা।

 

নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত হলেও এখনো অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ঠিক করতে পারেনি পিসিবি। জানা গেছে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্ট। এর আগে ১ মার্চ ভারত পাকিস্তানের ম্যাচের সূচি নির্ধারণ করা থাকলেও বিভিন্ন মাধ্যমে খবর এই ম্যাচ এগিয়ে অনুষ্ঠিত হতে পারে ২৩ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন: পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন

 

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জলঘোলা হলেও পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নেয়ায় কেটে যায় সংকট। তবে ভবিষ্যতের জন্য সমস্যা আরো বেড়েছে। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত আগামী চার বছর ভারতের সব বৈশ্বিক টুর্নামেন্টও হতে হবে এই মডেলে। যা মেনে নিয়েছে আইসিসিও।

]]>
সম্পূর্ণ পড়ুন