চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন পান্ডিয়া

৬ দিন আগে
ফর্ম সঙ্গে না থাকায় টেস্ট অধিনায়ক হিসেবে নড়বড়ে হয়ে পড়েছে রোহিত শর্মার স্থান। শুধু অধিনায়ক হিসেবেই নন, রোহিত খেলোয়াড় হিসেবেই এখন ব্যাকফুটে। সিডনি টেস্টে তো তিনি খেলেনই-নি। এমন অবস্থায় তার ওয়ানডের ভবিষ্যৎ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেললেও ভারতের নেতৃত্বে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে।

রোহিত ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ জিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোয় অনেকেই সাদা পোষাকেও তার শেষ দেখে ফেলছেন। এর মাঝেই ভিন্ন সুর উঠল ভারতীয় গণমাধ্যমে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন অধিনায়কের খোঁজে বিসিসিআই।


ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এ জন্য আইসিসির কাছে দল জমা দেয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরে দল ঘোষণার কাজ করবে ভারত। তবে গুঞ্জন আছে এরইমধ্যে নাকি কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার টানা বাজে পারফরমেন্সের জন্য চাপ আছে তার ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করে সেখান থেকে বেরিয়ে আসতে চান সাবেক ওপেনার। আর তাই নতুন কিছু নিয়ে পরিকল্পনা করছেন তিনি। সে পরিকল্পনায় রোহিত শর্মার স্থান নাও হতে পারে।


আরও পড়ুন: বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহের তির


নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘চাপের মধ্যে কীভাবে খেলতে হয় তা বেশ ভালোভাবেই জানা আছে হার্দিক পান্ডিয়ার। এছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের আলরাউন্ড নৈপুণ্য খুব কাজে আসে। নেতৃত্বগুণ এবং বাকি সবকিছু মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়াই বিসিসিআইর বেস্ট অপশন।’


চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হতে যাওয়ার গুঞ্জনটি বেশ জোরেশোরে শোনা গেলেও আলোচনায় আছে টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শুভমান গিলের নাম। তবে যাদবের ওপর খুব একটা আস্থা রাখতে পারছে না বিসিসিআই। আর পরিণত হতে শুভমান গিলকে আরও কিছুটা সময় দেয়ার পক্ষে শীর্ষ কর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন