চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন তো বুমরাহ?

১ মাস আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুশ্চিন্তায় ভারত। সময়ের সবচেয়ে ইনফর্ম পেসার জাসপ্রীত বুমরাহকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দলটির ক্যাম্পে। আগামী ১১ ফেব্রুয়ারি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আগামীকাল (১১ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন আনার শেষ দিন। বুমরাহর জন্য তাই শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিসিআই। আপাতত স্ক্যান করতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অবস্থান করছেন বুমরাহ। 

 

প্রায় ১ মাস ধরে ইনজুরিতে ভুগলেও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঠিকই রেখেছে ভারত। তবে ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা ফিটনেস মূল্যায়ন করার পর নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বুমরাহর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

 

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজের দলেও আছেন বুমরাহ। ধারণা করা হচ্ছিল, আহমেদাবাদে সিরিজের শেষ ওয়ানডেতে দলে থাকবেন তিনি। তবে দলের সঙ্গে আহমেদাবাদে না গিয়ে বুমরাহ গিয়েছেন বেঙ্গালুরু। তাই ধারণা করা হচ্ছে, এই সিরিজে আর নামবেনই না তিনি।  

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ইংলিশ তারকা!

 

গত জানুয়ারিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে চোট পান বুমরাহ। পিঠের সেই চোটেই এতদিন ধরে মাঠের বাইরে আছেন তিনি। পাঁচ সপ্তাহ বিশ্রামের পর আবারও স্ক্যান নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই রিপোর্ট সম্পর্কে জানা যায়নি।

 

শেষ পর্যন্ত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো ফিট না হলে হর্ষিত রানাকে দলে টানতে পারে ভারত। তবে যদি বুমরাহর টুর্নামেন্টের পরের অংশে ফেরার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে রেখেও ১৫ সদস্যের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে বিসিসিআই।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন