চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

৩ সপ্তাহ আগে
ড্র হলেই শিরোপা নিশ্চিত, আর জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এমন সমীকরণে বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার (২১ জুলাই) নেপালের বিপক্ষে খেলতে নামে পিটার বাটলারের শিষ্যরা। তবে ড্রয়ের হিসেবে না গিয়ে নেপালকে স্রেফ উড়িয়েই দিল লাল-সবুজের মেয়েরা! ৪-০ গোলের বড় জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তারা। এর আগে গত বছর ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।    

 

আরও পড়ুন: সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

 

নেপালের বিপক্ষে আজ ৪টি গোলই করেছেন মোসাম্মত সাগরিকা। এর আগে এই নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। আর আজ সেই নেপালের বিপক্ষে মাঠে ফিরেই করলেন ৪ গোল। 

 

অনূর্ধ্ব-২০ নারী দলের এই অর্জনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

 

আরও পড়ুন: বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচে এক মিনিটের নীরবতা

 

অভিনন্দন বার্তায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।’ 

 

ক’দিন আগেই মিয়ানমার থেকে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার দুই সপ্তাহের মধ্যেই অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলদেশ। 

]]>
সম্পূর্ণ পড়ুন