চ্যাম্পিয়ন পিএসজির দাপুটে জয়, শেষ মুহূর্তের গোলে জিতল লিভারপুল

২১ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব পিএসজি। নতুন মৌসুমে তারা উড়ন্ত সূচনা করেছে। ইতালিয়ান ক্লাব আতালান্তাকে বিধ্বস্ত করেছে বারকোলা-হাকিমিরা। এদিকে রাতের আরেক ম্যাচে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। শেষ মুহূর্তের গোলে তারা পরাজিত করেছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে।

পিএসজি ৪-০ আতালান্তা

নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে আতালান্তাকে গোলের মালা পরিয়েছে পিএসজি। ৪-০ গোলে জয়ের রাতে আরও তিন থেকে চারটি সহজ গোলের সুযোগ মিস করেছে ফরাসি ক্লাবটি।


পিএসজির গোল চারটি করেছেন ভিন্ন চারজন। ম্যাচের তৃতীয় মিনিটেই শুরুটা করেছিলেন অধিনায়ক মার্কিনিওস। ৩৯ মিনিটে খিচা কাভারাস্কেইয়া আতালান্তার জাল কাঁপালে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। মাঝে ৪৪তম মিনিটে পেনাল্টি মিস করেন বারকোলা।  


দ্বিতীয়ার্ধে পিএসজি করে আরও দুই গোল। ৫১ মিনিটে নুনো মেন্দেস আর বদলি নেমে যোগ করা সময়ে ইতালিয়ান ক্লাবটির ‘কফিনে শেষ পেরেক’ ঠুকে দেন গনসালো রামোস।


লিভারপুল ৩-২ অ্যাতলেটিকো মাদ্রিদ


চলতি মৌসুমে লিভারপুল টানা পাঁচ ম্যাচে শেষ ১০ মিনিট বা যোগ করা সময়ে জয়সূচক গোল করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও যোগ করা সময়ে গোল করেই জয় তুলে নিয়েছে স্লটের দল।


আরও পড়ুন: কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন 

  Virgil van Dijk Goal Helps Reds Snatch Victory At Anfield | Outlook Indiaলিভারপুলের হয়ে শেষ মুহূর্তে গোল করেন ফন ডাইক।


ম্যাচের মাত্র ৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪ মিনিটে অ্যান্ডি রবার্টসন এবং পড়ে মোহাম্মদ সালাহ'র গোলে উড়ন্ত শুরু পায় অল রেডরা। তবে এরপর রক্ষণাত্মক ফুটবল খেলে ম্যাচে ফেরে স্প্যানিশ ক্লাবটি।  


প্রথমার্ধের যোগ করা সময় এবং ৮১ মিনিটে জোড়া গোল করে দিয়েগো সিমিওনের দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মার্কোস ইয়োরেন্তে। তাতে অ্যানফিল্ডের গ্যালারি কিছুটা চুপসে গেলেও নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফন ডাইকের জয়সূচক গোলে ফের আনন্দের ঢেউ খেলেছে অ্যানফিল্ডে।


এদিকে ডাচ ক্লাব আয়াক্সের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে গত আসরের রানার্স-আপ ইন্টার মিলান। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস থুরাম।

]]>
সম্পূর্ণ পড়ুন