চোরাই পথে আনা ১৯৫ বস্তা ভারতীয় জিরা জব্দ

৪ সপ্তাহ আগে ১০
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে চোরাই পথে আনা ১৯৫ বস্তায় পাঁচ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নাকুগাঁও মাঠে ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব জিরা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।


বিজিবি জানায়, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তায় ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিরার বস্তাগুলো জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।


আরও পড়ুন: বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, কাজ বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে বিজিবি

 

এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে বিজিবি। চোরাচালান বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন