চোটে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার

১ সপ্তাহে আগে
শেষ পর্যন্ত সত্যি হলো শঙ্কা। ঊরুর চোটে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগেলহাস। গত শনিবার (১৫ নভেম্বর) সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। পরীক্ষার পর ঊরুর পেশিতে চোট ধরা পড়ার কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

গ্যাব্রিয়েল ম্যাগেলহাসের বাদ পড়ার কথা জানিয়ে এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গ্যাব্রিয়েলের বদলি হিসেবে অন্য কাউকে দলে ডাকা হবে না। 

 

আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জেতে ব্রাজিল। সে ম্যাচের ৫৯তম মিনিটে মাঠেই শুয়ে পড়েন গ্যাব্রিয়েল। ডান ঊরুতে কিছুক্ষণ চিকিৎসা নিলেও এরপর আর সে ম্যাচে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। তার পাঁচ মিনিট পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। 

 

আরও পড়ুন: অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরতে যাচ্ছে বার্সেলোনা

 

সেনাগালের বিপক্ষে জয়ের পর গ্যাব্রিয়েলের চোট নিয়ে এক প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেছিলেন, আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। ‘খারাপ? আমি জানি না। সে পেশিতে চোট পেয়েছে।’ 

 

আনচেলত্তি আরও বলেছিলেন, ‘আমার মনে হয় সে তার অ্যাডাক্টরে কিছু অনুভব করেছে। কাল তার পরীক্ষা করা হবে। আমরা খুবই দুঃখিত যে সে এমন অনুভব করেছে। দ্রুত তার সুস্থতা কামনা করছি।’   

 

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বে অবিশ্বাস্য রেকর্ড ইংল্যান্ডের

 

অবশেষে আনচেলত্তির সেই সন্দেহ সত্যি হলো। এই খবর শুধু ব্রাজিল নয়, আর্সেনালের জন্যও বড়সড় এক ধাক্কা। কারণ, গানার্সদের জন্যও সে ভীষণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। 

 

আগামী রোববার (২৩ নভেম্বর) প্রিমিয়ার লিগে ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন