বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রেস রিহার্সাল হিসেবে চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতিযোগিতায় নিজ বিভাগ রাজশাহীর হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) মাঠে নামেন শান্ত। প্রথম দুই ম্যাচে একাদশে না থাকলেও ডাগআউটে তাকে দেখা গেছে। অবশেষে দলের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামেন বাঁহাতি এই ব্যাটার।
আরও পড়ুন: এনসিএলে টানা দ্বিতীয় জয় তামিমের চট্টগ্রামের
টানা ৩৪ দিন পর আবারও মাঠে ফিরে ব্যাট হাতে শুরুটা করেন দেখেশুনে। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন শান্ত। ৫৪ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে রান পেয়েছেন, তবে সেঞ্চুরি না পাওয়ায় কিছুটা হতাশও দেখা গেছে তাকে।
শান্ত ছাড়াও হাবিবুর রহমান সোহানের ৩৩ বলে ৪৭ ও সাব্বির হোসেনের ১১ বলে ২৩ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করেছে। অন্যদিকে, বরিশালের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মঈন খান ও মেহেদি হাসান।
আরও পড়ুন: ১৩.২ ওভারে শেষ ব্রিসবেন টেস্টের প্রথম দিন, টিকিটের মূল্য ফেরতের সিদ্ধান্ত
এর আগে আফগান সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোটে পড়েছিলেন শান্ত। শট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে তিনি মাঠ ছেড়েছিলেন। পরে ম্যাচের বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ।
এরপর সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেও পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় বিসিবি শান্তকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। যে কারণে গত মাস থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। মিরপুর শের-ই বাংলার মাঠে প্রতিদিন ফিটনেস কিংবা রানিং করতে দেখা যেত। অবশেষে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন শান্ত।
]]>