রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পাশের ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়কে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ওই ব্যবস্থাপকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী রিলায়েন্স অটোর ম্যানেজার দিলিপ কুমারের ভাষম্যতে, তিনি সকালে কুমারপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির মালিক বিপুল কুমার ঘোষের বাড়ি থেকে ব্যাগে করে ১২ লাখ টাকা নিয়ে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে রিকশায় করে যাচ্ছিলেন। ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে দুইজন এসে তার বহনকারী রিকশা থামায়। পরে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাগ টান দেয়। এতে তিনি বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তার হাতের কনুই ও আঙুল কেটে যায়। এসময় ব্যাগের ভেতর থাকা প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। বাকি টাকা নিয়ে ছিনতাইকারী ও একই সময়ে রিকশা চালকও পালিয়ে যায়।
আরও পড়ুন: শেরে বাংলা নগর থেকে ৩ ছিনতাইকারী আটক
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ বিশ্বস্ততার সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানে চাকরি করছেন। এভাবেই বিক্রির টাকা বাড়ি আনেন ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, সিসি ক্যাামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যানেজার পুলিশ হেফাজতে রয়েছে।