বেশ কয়েকদিন ধরেই আইসিইউ-তে রয়েছেন পবনদীপ। ছিল না জ্ঞানও। এবার প্রকাশ্যে এসেছে তার প্রথম ছবি। যেখানে হাসি মুখেই পোজ দিতে দেখা যাচ্ছে গায়ককে।
ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। ইন্টারনেটেও ভাইরাল হয়েছে গায়কের ছবি। যেখানে ডাক্তারের পাশে দেখা মিলেছে তার।
আরও পড়ুন: বিমান হামলায় শিশুশিল্পী হাসান আয়াদের মৃত্যু
এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে ৫ মে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ রাজন। তিনি ছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
প্রাথমিক চিকিৎসার পর পবনদীপকে দিল্লিতে রেফার করা হয়। তার হাত এবং দুই পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে এখন আগের থেকে অনেক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার পবনদীপের, ‘আইসিইউতে’ গায়ক
উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরখণ্ডের এই ছেলে।