চৈত্রের শেষে রাজধানীতে ঝড়বৃষ্টি

৩ সপ্তাহ আগে
চৈত্রের শেষে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। এতে কয়েক কয়েক দিনের টানা গরমে হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক প্রশান্তি মিলেছে ঢাকাবাসীর।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির খবর পাওয়া গেছে।


এদিকে আবহাওয়া অফিস বলছে, রাতে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 

শনিবার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে


আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন