চেলসি-নিউক্যাসলের জয়ে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই

২ সপ্তাহ আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যে লিভারপুলের ঘরে যাচ্ছে তা নিশ্চিতই বলা যায়। রোববার (২৭ এপ্রিল) টটেনহ্যামের বিপক্ষে ড্র করতে পারলে সেদিনই শিরোপা উৎসবে মেতে উঠতে আর বাধা থাকবে না লিভারপুলের। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালেরও রানার্স আপ হওয়া মোটামুটি নিশ্চিত। শিরোপার লড়াই একপেশে হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া নিয়ে ইঁদুরযুদ্ধে নেমেছে টেবিলের তিন থেকে ছয় নম্বরে থাকা দলগুলো। এমনকি সাত নম্বরে থাকা অ্যাস্টন ভিলাকেও হিসেবের বাইরে রাখা যাচ্ছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন থেকে ছয় নম্বরে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ২! আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগের পাঁচটি দল খেলবে। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের শিরোপা প্রায় নিশ্চিত। ৬৭ পয়েন্টের মালিক আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলা মোটামুটি নিশ্চিত। কিন্তু তিন থেকে ছয়ের মধ্যে থাকা প্রত্যেকটা দলই লড়ছে বাকি জায়গাগুলোর জন্য। সাতে থাকা অ্যাস্টন ভিলা কিছুটা পিছিয়ে থাকলেও হিসেবের খাতা থেকে বাদ দেয়া যাচ্ছে না।


শনিবার (২৬ এপ্রিল) নিজ নিজ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি জয় পাওয়ায় পয়েন্ট টেবিলে বেশ রদবদল হয়েছে। নিউক্যাসল ইউনাইটেড ৩-০ গোলে ইপসুইচ টাউনকে হারিয়ে ৬২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে (৬১) পেছনে ফেলে তিনে উঠে গেছে। অন্যদিকে চেলসি ১-০ গোলে এভারটনকে হারিয়ে ৬০ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্টকে (গোল ব্যবধানে পিছিয়ে আছে) ছয়ে নামিয়ে দিয়ে নিজেরা পাঁচে উঠে গেছে।


আরও পড়ুন: আর্সেনাল হোঁচট খাওয়ায় শিরোপার জন্য লিভারপুলের একটা ড্রই যথেষ্ট


তবে নটিংহ্যাম ফরেস্ট একটি ম্যাচ কম খেলেছে। রোববার (২৭ এপ্রিল) ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটায় জয় পেলেই নিউক্যাসলকে পেছনে ফেলে তিনে উঠে আসার সুযোগ তাদের সামনে। অন্যদিকে ম্যানসিটি জয় পেলে ১ ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে যাবে।


এদিকে অ্যাস্টন ভিলা ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে। ফলে কেউ পা হড়কালে তাদের সামনেও সুযোগ থাকছে সেরা পাঁচে ঢুকে পড়ার।


ঘরের মাঠে নিউক্যাসল জয় পেয়েছে অ্যালেক্সান্ডার ইসাক, ড্যান বার্ন ও উইলিয়াম ওসুলার গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ড্যান বার্ন ও ৮০ মিনিটে ওসুলা বাকি গোল দুটি করেন।


দিনের আরেক ম্যাচে চেলসি এভারটনকে হারিয়েছে নিকো জ্যাকসনের গোলে। ম্যাচের ২৭ মিনিটে চেলসির এই আইভরিয়ান স্ট্রাইকার গোলটি করেন।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন