মুল্লানপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ইনিংসের প্রথম বল থেকেই ব্যাট হাতে তাণ্ডব দেখাতে থাকেন প্রিয়ানশ আরিয়া। মাত্র ৩৯ বলে শতক হাঁকান ২৪ বছর বয়সি এই ভারতীয় ব্যাটসম্যান। আর ৪২ বলে ১০৩ রানে থামেন তিনি। শেষ দিকে শশাঙ্ক সিং ৩৬ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। তাতে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৯ রান। চেন্নাইয়ের হয়ে দুইটি করে উইকেট পান খলিল আহমেদ ও অশ্বিন।
এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো চেন্নাই। ওপেনিং জুটি থেকে আসে ৬১ রান। তবে এক রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। রবীন্দ্র ২৩ বলে ৩৬ করে ফেরার পর অধিনায়ক গায়কোয়াড় ফেরেন মাত্র ১ রান করে।
আরও পড়ুন: ৪৭২ রানের ম্যাচে শেষ ওভারে লখনৌর জয়

একপ্রান্তে ব্যাট চালিয়ে যেতে থাকেন কিউই ব্যাটসম্যান কনওয়ে। ধুবেকে নিয়ে ৮৯ রানের জুটি করেন তিনি। তবে এই জুটি ভাঙার পরই ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। ২৭ বলে ৪২ রান করে ফার্গুসনের বলে বোল্ড হন ধুবে। এরপর ৬৯ রানে রিটায়ার্ড আউট হন কনওয়ে।
এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। একাধিক বাউন্ডারিতে কিছুটা আশা জাগিয়েছিলেন ধোনি। শেষ ওভারে দরকার ছিল ২৮ রান। তবে ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ধোনি। ১২ বলে করেন ২৭ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ২০১ রান তুলে থেমেছে চেন্নাইয়ের ইনিংস। পাঞ্জাব তুলে নেয় ১৮ রানের জয়। পাঞ্জাব কিংসের হয়ে ২ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল এবং যশ ঠাকুর।