চেন্নাই-মুম্বাই ম্যাচে ধোনি ও রোহিত রেকর্ডের সামনে দাঁড়িয়ে

১ সপ্তাহে আগে
গতকাল আইপিএল শুরু হলেও আজ প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস, তাদের মতো আজকেই যাত্রা শুরু হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। চেন্নাইয়ে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল।

এ ম্যাচে চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি ও মুম্বাইয়ের রোহিত শর্মা দুজনই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে।


আজ মাত্র ১৯ রান করলেই চেন্নাইয়ের সবচেয়ে বেশি রানসংগ্রাহক বনে যাবেন ধোনি। রেকর্ডটি এখন সুরেশ রায়নার দখলে। তিনি চেন্নাইয়ের জার্সিতে মোট ৪৬৮৭ রান করেছেন। ধোনির খাতায় আছে ৪৬৬৯ রান। আজকের ম্যাচে খুবই কঠিন হলেও প্রথম কিপার হিসেবে ২০০ ডিসমিসালের সুযোগ ধোনির সামনে। বর্তমানে ১৯০টি ডিসমিসাল রয়েছে তার নামের পাশে। ১৭৪ ডিসমিসাল নিয়ে এই তালিকায় দুইয়ে অবসরে যাওয়া দিনেশ কার্তিক।


আরও পড়ুন: ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেও সুনীল নারিন যে কারণে আউট হননি


রোহিত দাঁড়িয়ে ৬০০ চার মারার মাইলফলকের সামনে। চেন্নাইয়ের বিপক্ষে ১টি চার মারলেই আইপিএলের ইতিহাসে ৬০০টি চার মারা চতুর্থ ক্রিকেটারে পরিণত হবেন তিনি। তার সামনে রয়েছেন শিখর ধাওয়ান (৭৬৮), বিরাট কোহলি (৭০৯) ও ডেভিড ওয়ার্নার (৬৬৩)।


আইপিএলে রোহিত যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন, তার সঙ্গে একই কাতারে দিনেশ কার্তিক, দুজনই খেলেছেন ২৫৭টি করে ম্যাচ। আজকের ম্যাচে খেললে কার্তিককে পেছনে ফেলে এককভাবে দুই নম্বরে উঠে আসবেন রোহিত।

]]>
সম্পূর্ণ পড়ুন