গ্রেফতাররা হলেন- হারুন জমাদ্দার (৫৩), তার স্ত্রী শাহানাজ ওরফে কুলসুম (৩৮) ও তাদের সহযোগি রেজাউল গাজী (৩৮)।
এর আগে রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ২৪ জুন রাতে ফতুল্লার মুসলিমপাড়া তাজুর মাঠ সংলগ্ন নিজাম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্লাটের ভাড়াটিয়া দম্পতিকে ভাতের সাথে চেতনানাশক ওষধ খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তাদের গৃহপরিচারিকা শাহনাজ ওরফে কুলসুম।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্ত্রীর ভাইকে হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড
পরে এ ঘটনায় ভুক্তভোগিরা ফতুল্লা থানায় মামলা করলে প্রযুক্তির মাধ্যমে আসামি কুলসুমকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেয়া স্বীকারোক্তি ও তথ্যমতে চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কুলসুমের স্বামী হারুন জমাদ্দার ও তাদের সহযোগী রেজাউল গাজীকে।
গ্রেফতারের পর তাদের কাছ থেকে লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় গুলিতে আহত ২
এছাড়া লুণ্ঠিত স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের জন্য তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম।