রোববার (২২ জুন) সকাল ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতির হাজী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, পুলিশের চেকপোস্টের পাশ দিয়ে একটি ট্রাক ধীর গতিতে যাচ্ছিল। এ সময় এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি পাশ কাটিয়ে চলে যায়। তখন সাদা পোশাকে থাকা আরেক পুলিশ সদস্য সেটিকে আটকাতে রাস্তার উল্টো দিকে ছুটে যান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি পর্যায়ে ব্যাপক রদবদল
এর পরপরই দ্বিতীয় আরেকটি মোটরসাইকেল দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ কনস্টেবল সেটিকে পেছন থেকে ধাক্কা দেন। এতে দুই আরোহীসহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা চট্টগ্রামগামী ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে।
আহত পুলিশ সদস্যের নাম আলা উদ্দিন (৩৩)। তিনি লোহাগাড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী জেলায়।
ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুলিশ সদস্যের ডান পা থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রোববার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। রাতে তার অস্ত্রপচার হয়েছে। একটি পায়ের গোঁড়ালি কেটে ফেলা হয় তার।
আরও পড়ুন: পুড়ল পুলিশি হেফাজতে থাকা কয়েকটি অটোরিকশা, ক্ষুব্ধ চালকরা
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, মাদক পাচারের খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি দল সেখানে মোটরসাইকেল তল্লাশির জন্য চেকপোস্ট স্থাপন করে। এ সময় সংকেত অমান্য করে মোটরসাইকেল চালক চলে যাবার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাপায় আমাদের এক সদস্য আহত হয়েছেন।
পুলিশ সদস্যের ধাক্কা দেয়ার বিষয়ে তিনি বলেন, যিনি ধাক্কা দিয়েছেন বিষয়টি তিনি প্রফেশনালি ট্যাকল করতে পারেননি। আমরা বিষয়টি ঊর্ধ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
]]>