চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

৩ দিন আগে
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে (৫২) আটকের পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিএনপি নেতা শামসুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে গেলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতেই রাস্তায় নেমে আসেন। তারা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

 

বিএনপি নেতাদের অভিযোগ, অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। নির্যাতন সহ্য করতে না পেরে শামসুজ্জামান ডাবলু মারা গেছেন।

 

আরও পড়ুন: যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা, মূল শুটার ত্রিদিব আটক

 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

]]>
সম্পূর্ণ পড়ুন