চুয়াডাঙ্গায় পাচারের সময় ৭০টি হিরামন টিয়া উদ্ধার

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় পাচারের উদ্দেশ্যে আনা ৭০টি দুর্লভ হিরামন টিয়া উদ্ধার করেছে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোভ্যানে প্রায় ২০০টি টিয়া পাচার করা হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় একটি সংগঠনের সদস্যরা গাড়িটি ঘিরে ধরেন। এ সময় পাচারকারীরা একটি খাঁচা ফেলে পালিয়ে যায়। ওই খাঁচা থেকে ৭০টি হিরামন টিয়া উদ্ধার করা হয়। পরে বন বিভাগ, প্রশাসন ও স্থানীয়দের উপস্থিতিতে পাখিগুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।


সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ বলেন, ‘মূলত পাচারের উদ্দেশ্যেই টিয়াগুলো আনা হচ্ছিল। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পাখিগুলোকে উদ্ধার করা হয়েছে।’


আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আকাশে উড়ল ৮০ টিয়া পাখি, কারাগারে দুই ব্যক্তি


স্থানীয় পরিবেশ বিষয়ক সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার জানান, ভাদ্র মাসে সীমান্ত এলাকায় প্রচুর টিয়া আসায় শিকারিরা ফাঁদ পাতে। প্রতিটি টিয়া ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয় বলে তিনি উল্লেখ করেন।


বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ মেনে চলার আহ্বান জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন