চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগনালের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগমোড়ের নেপাল আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এদিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় গিয়েছিলেন।

 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় রেলগেট যেনো মৃত্যু ফাঁদ!

 

রাত আনুমানিক ১১টার দিকে একজন ব্যক্তি রেলস্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছে রেললাইনের ওপর একটি ট্রেনে কাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী বলেন, ‘রাত ৯টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেনটি যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।’

 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন