চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু ১৫ মে

২ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় চলতি বছরের আম সংগ্রহের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মে আটি, গুঁটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য জাতের আম সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তারিখ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস।


ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ মে থেকে আটি, গুঁটি ও বোম্বাই, ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলী এবং ২৮ জুন থেকে আশ্বিনা ও বারি-৪ জাতের আম সংগ্রহ করা হবে।
 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪৪ জেলার ৩৫০ চাষি-ব্যবসায়ীর আম সম্মেলন

আম সংগ্রহের তারিখ ঘোষণা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নির্ধারিত তারিখে আম সংগ্রহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়ের আগে অপরিপক্ক আম সংগ্রহ থেকে বিরত থাকতে হবে। এছাড়া, তিনি আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়ে বিধিবিধান মানার ওপর গুরুত্বারোপ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন