ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড। এই ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়েছেন নেইমার। ফলে আবারও আলোচনায় এসেছেন তিনি।
জুভেন্টুডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস। ৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তার তিন মিনিট পরই আলভারো ব্যারিয়ালের গোলে দুই গোলের লিড পায় সান্তোস। যদিও প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড।
আরও পড়ুন: একদিনে বিলবাওকে দুইবার হারাল লিভারপুল
দ্বিতীয় হাফে বেশকিছু সময় এই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে সান্তোস। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।
এদিকে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। শেষ তিন ম্যাচে দুই হারের বিপরীতে আছে একটি ড্র। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে সান্তোস।